প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ওঠায় বিক্ষোভে নামলো ছাত্রছাত্রীরা, আগুন লাগানো হলো বাইকে, উত্তেজনার পরিস্থিতি নন্দকুমারে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রধান শিক্ষক কে চুরির অপবাদ দেওয়ায় বিক্ষোভে নামলেন ফুলের ছাত্রছাত্রীরা। শুধুমাত্র বিক্ষোভ নয় সামনে থাকা বাইকে অগ্নিসংযোগ করে ছাত্র-ছাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ দীর্ঘক্ষণ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কড়ক শচীন্দ্র স্মৃতি হাই স্কুলে। ছাত্র-ছাত্রীদের এরকম আচরণে রীতিমতন স্তম্বিত।
সূত্রের খবর, নন্দকুমার থানার কড়ক শচীন্দ্র স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল চুরির অভিযোগ তুলে স্কুলের ক্লার্ক শুকদেব মাইতি। এরপর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এহেন মিথ্যা অভিযোগ মেনে নিতে পারেনি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা। শুক্রবার স্কুলে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা একজোট হয়ে বিক্ষোভে শামিল হয়। স্কুলের ক্লার্ক শুকদেব মাইতির স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সরব হন তারা । স্কুলের সামনে থাকা বাইকে আগুন ধরিয়ে দেয়। এরপর স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সমস্ত ছাত্র-ছাত্রীরা। উত্তেজনা চরমে উঠল ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হতে থাকে৷ এরপর ছাত্রছাত্রীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিযোগ ” আমাদের প্রধান শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। শুধু তাই নয় স্কুলের ক্লার্কের স্ত্রী’ ও দুই মেয়ে এসে প্রধান শিক্ষকের উপর চড়াও হয়। ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় প্রধান শিক্ষক কে। এর সুবিচার চাই “। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *