মনিরুল হক, কোচবিহার: সামান্য বৃষ্টি, আর তাতেই জল জমছে মাথাভাঙার সুটুঙ্গা সেতুতে। যার ফলে পথচারীদের পাশাপাশি ভুগতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। দিনের পর দিন এভাবে সেতুতে জল জমে থাকছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।মাথাভাঙা শহরের মধ্য দিয়ে বয়ে চলা শহরবাসীর জীবনরেখা সুটুঙ্গা নদীর উপর সুটুঙ্গা সেতু। শহর বাসীর পাশাপাশি শহরতলী এলাকার বাসিন্দারা এই সেতুর উপর নির্ভরশীল। সব রকমের যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। দু’দিক দিয়ে পথচারীরাও যাতায়াত করেন। কিন্তু অভিযোগ, বর্ষায় তো বটেই, অন্য সময়েও বৃষ্টি হলেই সেতুর উপরে জল জমে যায়। বাসিন্দাদের অভিযোগ, এই সেতুতে জল বেরনোর ভাল ব্যবস্থা নেই। ফলে, জমে তা জমে থাকে। হেঁটে চলাচল করতেও যথেষ্ট সমস্যায় পড়েন তাঁরা।
পথচারী সামিম হোসেন জানান,জল জমে যাতায়াতে তো সমস্যা হয়ই, পাশাপাশি কোনও গাড়ি গেলে জল ছিটে ভিজে যেতে হয়। তিনি বলেন, “সেতুর উপরে জল জমায় মানুষের যেমন সমস্যা হচ্ছে, তেমনি সেতুও তো দুর্বল হয়ে যাচ্ছে।” মাথাভাঙা গালর্স স্কুলের ছাত্রী মধুমিতা দাস জানান, অনেক সময়ই জমা জল ছিটে এসে স্কুল ড্রেস নোংরা হয়ে যায়। আমরা চাই সেতুতে ঠিক মতো জল নিষ্কাশনের ব্যবস্থা করুক প্রশাসন।”মাথাভাঙা পুসসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, পূর্ত দপ্তরের সাথে কথা বলে সমাধান করা হবে। এবিষয়ে মাথাভাঙা পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুবোধ কর্মকার জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধান করা হবে।
Leave a Reply