শিবপ্রসাদ মণ্ডল, পুরুলিয়া:- রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ মানুষের জীবন বাঁচাতে পারে। এই মানবিক শ্লোগানকে স্বার্থক করতে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার বারুইপাড়া সবার প্রিয় ক্লাবের উদ্যোগে এবং রক্তরেণূর সহযোগিতায় বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। রঘুনাথপুর সুপার স্প্যাশলিটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা রক্ত সংগ্রহ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সত্যপ্রিয় গুরু, ভামুরিয়া যুবকল্যাণ কল্যান সমিতির সদস্য উত্তম মাজী, ভামুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট সমাজসেবী অনুপ মাজী প্রমুখ। শিবিরে প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন।
রক্তদান শিবিরে রক্ত দিলেন বহুমানুষ।

Leave a Reply