নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার ভারতীয় জীবন বীমা নিগম ফালাকাটা ব্রাঞ্চ অফিসে সামনে গেট মিটিং করলো ফালাকাটা শাখার এল আই এ এফ আই সংগঠনের এজেন্টরা। জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে লাগাতার গেট মিটিং এ সামিল হয়েছেন ফালাকাটা শাখার এজেন্টরা। তাদের দাবি গুলি হলো, অবিলম্বে পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি করতে হবে, এজেন্ট ওয়েলফেয়ার ফান্ড চালু করতে হবে, সব ধরনের পেনশন প্ল্যান পুনরায় চালু করতে হবে সহ বিভিন্ন দাবি নিয়ে ওই গেট মিটিং করা হয় বলে জানা যায়।
গেট মিটিং করলো ফালাকাটা শাখার এল আই এ এফ আই সংগঠনের এজেন্টরা।

Leave a Reply