জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের আবাসন তৈরির কাজে বাধা দিয়ে অবস্থান বিক্ষোভে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র-ছাত্রীরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গতকালকের পর আজকেও জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের আবাসন তৈরির কাজে বাঁধা দিয়ে অবস্থান বিক্ষোভে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার ফার্মাসি কলেজের মাঠে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে সরব হয়েছেন ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকেরাও। একই ভাবে বুধবার সকাল থেকেও অবস্থান বিক্ষোভ চলছে। কাজে বাঁধা দেওয়া হচ্ছে। ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসেছে।

এই বিক্ষোভ নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, ফার্মাসি কলেজ ও মেডিক্যাল কলেজ স্বাস্থ্য শিক্ষা দফতরের অধীনে। স্বভাবতই উদ্ভুত সমস্যার সমাধান দ্রুত করা হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ফার্মাসি কলেজকে ধ্বংস করে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণ মেনে নেওয়া যায়না । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম শর্মা বলেন, “আমরা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের বিরুদ্ধে নই। আমরাও চাই মেডিক্যাল কলেজ গড়ে উঠুক। তবে আমাদের অন্ধকারে রেখে কলেজের মাঠে যেভাবে নির্মাণ কাজ চলছে তা মেনে নিতে অসুবিধে হওয়াটাই স্বাভাবিক।” মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খান বলেন, ” দুই কলেজের মাঝে কোনও ভুল বোঝাবুঝি যাতে না হয় তা দেখা হচ্ছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *