নিজস্ব সংবাদদাতা, হবিবপুরঃ-জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হলো হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে, বুলবুলচন্ডি অঞ্চলের কচুপুকুর কমিউনিটি হলে পুষ্টি দিবস পালন অনুষ্ঠিত হয়,এদিন পুষ্টি দিবস উপলক্ষে,আইসিডিএস দপ্তরের উদ্যোগে শিশুদের অন্নপ্রাশন ও গর্ভবতী মায়েদের সাদ্ ভক্ষণ এর মধ্যে দিয়ে পুষ্টি দিবস পালন করাহয় হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে।এদিন সংস্কৃতি অনুষ্ঠানে মধ্যেদিয়ে,
প্রদ্বীপ , ধান দুব্বা ও বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে , অঙ্গনওয়াড়ি কর্মীরা শাখ ও উলুধ্বনির শব্দে স্বাধ ভক্ষনের ও পুষ্টি দিবস পালন করা হয় ।
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি মাসের চতুর্থ শুক্রবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই পুষ্টি ও অন্নপ্রাশন দিবস পালন করা হয়।আইসিডিএস প্রজেক্ট এর বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কমসূচী দিবস পালন করা হচ্ছে।অনুষ্ঠানে অপুষ্টি শিশুদের পর্যবেক্ষণ, গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধভক্ষণ অন্নপ্রাশন অনুষ্ঠান করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের ম্যাধমে অনুষ্ঠান এর উদ্বোধন করাহয়।
অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত সমস্ত গর্ভবতী মা ও শিশুর মায়েদের অপুষ্টি জনিত বিভিন্ন সমস্যা নিয়ে সচেতন করে এই দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত একাধিক গর্ভবতী মায়েদের সাধভক্ষণ করানো হয় । পায়েস রান্না করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুজন ছোট শিশুদের অন্নপ্রাশনের ব্যবস্থা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা। পাশাপাশি এসব পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণও দেওয়া হয়।












Leave a Reply