কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর, রাধারানি হালদারঃ- তৃণমূল কংগ্রেসের সর্ব শ্রেষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট কে ভয় পায়।কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি বিগত পরিচালন বোর্ডের মেয়াদ ১০ ই জুন ২০২২ – এ শেষ হয়েছে এবং আজ অবধি কোন আধিকারীক দায়িত্ব গ্রহণ না করাতে বা নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালন বোর্ড গঠিত না হওয়ার দরুন সদস্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন । সমস্যাগুলির দ্রুত সমধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রায় কলোনি অবস্থিত কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লায়ের্স কো অপ্রটিভ সৌসাইটি লিমিটেড বিশ্বের সামনে বিক্ষোভ করে জমা দেওয়া হয় নিখিল বঙ্গ প্রাথমিকশিক্ষক সমিতি পক্ষে । কো – অপারেটিভ পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে দ্রুত পরিচালন কমিটি গঠন করতে হবে, মধ্যবর্তী সময়ে বোর্ড পরিচালনার জন্য কোন আধিকারিককে দায়িত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে, পুজা ঋণ সহ অনান্য ঋন প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সদস্যদের ডিভিডেন্ট প্রদানের ব্যবস্থা করতে হবে । অবসর প্রাপ্ত সদস্যদের বকেয়া প্রদানের ব্যবস্থা করতে হবে । সাত দিনের মধ্যে দাবিগুলো না মানা হলে দেন বৃহত্তর আন্দোলন হুমকি নিখিল বঙ্গ প্রাথমিকশিক্ষক সমিতির দুই নাম্বার চক্রের সম্পাদক অয়ন দত্ত ও নাম্বার চক্রের কৌশিক তালুকদার।
বন্ধুক দেখিয়ে কো অপারেটিভ কে দখল করার হয় বলে অভিযোগ।

Leave a Reply