নিজস্ব সংবাদদাতা, মালদা,৯ সেপ্টেম্বর :- চোরের মায়ের বড় গলা এমনই মন্তব্য করলেন তৃনমুলের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল সরকারের দুর্নীতি ও চুরির বিরুদ্ধে বিজেপির ডাকে ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের সমর্থনে মালদহ শহরের বিজেপির বিশাল মিছিলে। আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের সমর্থনে শুক্রবার দুপুর প্রায় বারোটা নাগাদ মালদা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা বিজেপি।জেলার উত্তর ও দক্ষিণ মালদার
বিভিন্ন ব্লকের কর্মী-সমর্থকরা বেলা বারোটা নাগাদ জমায়েত হন মালদা শহরের টাউন হল ময়দানে। সেখান থেকে শুরু হয় মিছিল।
মিছিল পরিক্রমা করে সারা শহর। এরপর জেলা শাসকের অফিসে দলের পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটেশন।
মিছিলে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য সাংসদ, বিধায়ক এবং জেলা নেতৃত্ব।
মিছিল কে কেন্দ্র করে সারা শহর জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্য বিজেপির পক্ষ থেকে আইন অমান্য আন্দোলনের উদ্যোগ নেওয়া হয়। ওই কর্মসূচি সফল করতে শুক্রবার মালদা শহরে মিছিলের আয়োজন করা হয়
বলে জানান বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি।
চোরের মায়ের বড় গলা এমনই মন্তব্য করলেন তৃনমুলের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।












Leave a Reply