সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পুজোর আগেই বড় ধরনের সাফল্য পেলো ক্যানিং থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভলেয়া মোল্লা খালপাড় এলাকায় চিরুনী তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি কে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম ইস্রাফিল লস্কর।ধৃতের কাছ থেকে একটি বন্দুক,একটি ছুরি ও একটি নেপলা উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে শনিবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রের খবর।পুলিশ সুত্রে জানা গিয়েছে এদিন রাতে ক্যানিং থানার পুলিশ গোপন সুত্রে খবর পায়। খবর পেয়ে গভীর রাতে হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লা খালপাড় এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেখানে ইস্রাফিল লস্করের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি বন্দুক,একটি ছুরি ও একটি নেপলা উদ্ধার হয়।সুত্রের খবর গত ৭ জুলাই ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলার পিয়ারের পার্ক সংলগ্ন নারায়ণীতলা এলাকায় প্রকাশ্য দিনের বেলা তিন জন তৃণমূল কর্মী খুন হয়। সেই খুনের ঘটনায় ইস্রাফিল লস্কর জড়িত রয়েছে কি না সে বিষয়েগুরুত্ব সহকারে ধৃত কে জিঞ্জাসাবাস শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি।












Leave a Reply