পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষিক শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের নেড়াদেউলের তলকুয়াই মধুমিলন সংঘ ক্লাব সংগঠনের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্ত দান করেন,যেখানে মহিলাদেরও রক্তদান করতে দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সমাজসেবী মানুষ থেকে শুরু করে ক্লাব সংগঠনের সদস্যরা, রক্তদানের পাশাপাশি বাল্যবিবাহ রোধ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই ক্লাব সংগঠনের পক্ষ থেকে, ক্লাব সংগঠনের এক কর্মকর্তা জানান প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকম সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করি।
নেড়াদেউলের তলকুয়াই মধুমিলন সংঘ ক্লাব সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

Leave a Reply