মাছের আঁশ ফেলাকে কেন্দ্র করে মারামারি,জখম একই পরিবারে ৬ জন।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মাছের আঁশ ফেলা কে কেন্দ্র করে দুই পরিবারের মারামারি। আর সেই মারামারির জেরে গুরুতর জখম হলেন একই পরিবারে মোট ৬ জন।রাতের অন্ধকারে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত তালদি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামে। ঘটনার বিষয়ে আক্রান্তরা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। আভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দা আশরাফ গাজী।প্রতিবেশী আনসার ও সুরত গাজীরা বসবাবাস করেন। উভয় পরিবারের সদস্যরা মাছ ব্যবসার সাথে যুক্ত।প্রতিনিয়ত মাছের আঁশ নিয়ে আশরাফ এর বাড়ির কাছেই ফেলতো আনসাররা। সেই নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে বচসা হতো।শনিবার দুপুরে আশরাফ গাজীর কয়েকটি হাঁস আনসারদের বাড়িতে চলে যায়।সেই সময় ও দুই পরিবারের মধ্যে তুমুল বচসা হয়।সেই সময়ের জন্য বচসা মিটেও যায়।অভিযোগ এরপর শনিবার রাতে আনসার,সুরত গাজী সহ তাদের পরিবারের প্রায় জনা পনেরো সদস্য বাঁশ,লোহার রড নিয়ে চড়াও হয় আশরাফের পরিবারের উপর । তাদের কে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।এক মহিলার দাঁতও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এমন কি মারধোরের হাত থেকে পরিত্রাণ পায়নি দুই শিশুও। ঘটনায় গুরুতর জখম হয়েছে আশরাফ গাজী,তার স্ত্রী সামিরণ,মেয়ে আসমা,শালি ওজিমন গাজী সহ দুই শিশু আইজুল গাজী ও মনজুলা খাতুন।সখবর পেয়ে স্থানীয়রা জখমদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাজী পরিবারের ছয় সদস্য। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *