শারদীয়া উৎসব উপলক্ষ্যে শহর এলাকার পুজো কমিটিদের নিয়ে প্রস্তুতি সভা করল ধূপগুড়ি পুরসভা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শারদীয়া উৎসব উপলক্ষ্যে শহর এলাকার পুজো কমিটিদের নিয়ে প্রস্তুতি সভা করল ধূপগুড়ি পুরসভা।শুক্রবার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে পুরসভার মিটিং হলে সমস্ত পুজো কমিটি কর্মকর্তাদের নিয়ে পুজো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জানা যায় আগামী ১৯শে সেপ্টেম্বর সোমবার থেকে পুজোর অনুমতির কাগজপত্র জমা নেওয়া শুরু হবে পুরসভাতে।প্রতিবারের মতো এবারও পুরসভাতে সমস্ত দফতরের আলাদা আলাদা টেবিল বসানো হবে।পুজো কমিটি গুলোর হয়রানি রুখতে এক জায়গাতেই সমস্ত কিছুই অনুমতির কাগজপত্র জমা হবে বলে জানা যায় পুরসভা সূত্রে।পাশাপাশি পুজো কার্ণিভাল নিয়েই আলোচনা করা হয়।আগামী বুধবার পুজো কার্ণিভাল নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ ছিল পুজো কার্ণিভাল।এবছর জাঁকজমক ভাবেই পুজো কার্ণিভালের আয়োজন করা হবে পুরসভার তরফে।এদিনের প্রস্তুতি
সভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা,দমকল বিভাগের আধিকারিক বিপ্লব ঠাকুর,প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশাসনিক বোর্ডের সদস্য অরূপ দে,অশোক বর্মন, বিদ্যুত দফতরের আধিকারিক,ভূমি সংস্কার দফতরের আধিকারিক সহ বিভিন্ন আধিকারিক ও ক্লাবের প্রতিনিধিরা।

এদিনের বৈঠকের বিষয়ে প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন পুরসভা এলাকার ৪১টি পুজো কমিটিদের নিয়ে প্রস্তুতি সভা করা হল।আগামী ১৯ শে সেপ্টেম্বর সোমবার থেকে পুজোর অনুমতির আবেদন জমা নেওয়ার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *