নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ পুলিশ হেফাজতে এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায়। মৃত ব্যাক্তির নাম অমৃত বাউরী। বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার গোবিন্দধাম গ্রামে। পুলিশ হেফাজতে কীভাবে ওই ব্যাক্তির মৃত্যু হল তা নিয়ে তদন্তের দাবীতে আজ সকাল থেকে মৃতের পরিবার গঙ্গাজলঘাটি থানার সামনে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েন।পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ অমৃত বাউরীকে তুলে আনে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। তবে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেসম্পর্কে পরিবারকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। এরপর শনিবার ভোরে অমৃতের স্ত্রী সহ তাঁর পরিবারের কয়েকজনকে থানায় তুলে আনা হয় বলে অভিযোগ। থানায় এনে তাঁদের একাধিক নথিতে টিপসই দেওয়ানো হয় বলেও অভিযোগ। এরপর পরিবারকে জানানো হয় অমৃত আত্মহত্যা করেছে। অমৃতের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়তেই গোবিন্দধাম এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের দাবী বৃহস্পতিবার রাতে থানায় তুলে আনার পরও নিয়ম মেনে কেন শুক্রবার তাঁকে আদালতে হাজির করল না পুলিশ? কেনই বা অমৃতের মৃত্যু সংবাদ পরিবারকে না দিয়ে পরিবারের সদস্যদের থানায় তুলে এনে জোর করে টিপ সই করানো হল?
তবে এবিষয়ে বাঁকুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ভর্মা জানান পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।












Leave a Reply