কারিগরির দেবতা বিশ্বকর্মার পূজা, যাত্রাপথে দূর্ঘটনা এড়াতে যানবাহন ও যন্ত্রপাতির পূজা গ্যারেজে গ্যারেজে।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা কে বলা হয় বিশ্ব স্রষ্টা, বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার। কল-কারখানা, যন্ত্রপাতি, মোটরগাড়ি এবং যেকোনো নির্মাণ কর্ম বা কারিগরি বিদ্যার দেবতা হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা কর্মের প্রতীক, প্রগতি ও সাফল্যের প্রতীক। উনাকে শিল্প, সমৃদ্ধির দেবতা হিসেবেও পূজা করা হয়। বিশ্বকর্মা আশীর্বাদে যে দেশ যত বেশি কলকারখানা, শিল্প , কারিগরি আর প্রযুক্তিবিদ্যায় উন্নত সেই দেশ ততো বেশি সমৃদ্ধশালী। তাই বিশ্বকর্মার অবদান ফেলনা নয়। আজ বিশ্বের সেরা কারিগর বিশ্বকর্মা পূজা সারা ভারতবর্ষে জুড়ে মহা সমরহে পালিত হচ্ছে। যে সকল শহরে, মেট্রোপলিটন সিটিতে কলকারখানা বেশি সেখানে আরম্বর ততো বেশি। এদিন সর্বত্র ঘটা করে গাড়ি পুজো করা হয়। বাড়িতে বাড়িতে, মোটর গ্যারেজ গুলিতে। এই গাড়ি পুজোতে পিছিয়ে নেই ইন্দাস এলাকার বিভিন্ন গ্যারেজ গুলি, যার যার বাড়িতে গাড়ি আছে সেখানেও ঘটা করে পুজো হয়েছে। লৌকিক বিশ্বাস বিশ্বকর্মা কে পুজোয় সন্তুষ্ট করলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যন্ত্রপাতি ও বিকল হয় না। আজকাল বাড়ি থেকে বের হলেই তো দুর্ঘটনা। তাই সকলের প্রতি অনুরোধ সাবধানে গাড়ি চালান, হেলমেট পড়ুন, প্রাণ বাঁচান। আপনার জীবনের মূল্য অপরিসীম। বেপরোয়া গাড়ি চালানোর আগে আপনার পরিবারের কথা ভাবুন আর অবশ্যই বিশ্বকর্মা দেবতাকে স্মরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *