প্রয়াত হলেন তৃণমূল নেতা চন্দ্রকান্ত রায়।

0
153

মনিরুল হক, কোচবিহার: প্রয়াত হলেন তৃণমূল নেতা চন্দ্রকান্ত রায়। তার বয়স ছিল প্রায় ৫০ বছর। কোচবিহার ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন চন্দ্রকান্ত বাবু। গতকাল রাতে তিনি কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে দেহ ত্যাগ করেন। তার বাড়ি পুঁটিমারী ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের ক্যাটারহাট এলাকায়। স্ত্রী-পুত্র ও মেয়েকে রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। চন্দ্রকান্ত রায়ের অকাল প্রয়াণে দলের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন তার দেহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেখানে চন্দ্রবাবু কে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here