জলপাইগপড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এইদিন জলপাইগুড়ি সোনাউললা বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়। জলপাইগুড়ির বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে কানে শোনার মেশিন, উইলচেয়ার,সহ অন্যান্য বিভিন্ন জিনিসপত্র তুলে দেয় সমগ্র শিক্ষামিশনের জেলা প্রকল্প আধিকারিক জয়ন্ত রায়।এইদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের অভিভাবক রাত এই ধরনের সরঞ্জাম পেয়ে খুশিপ্রকাশ করেছেন।
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ও ছাত্রীদের হাতে দরকারী চলাফেরার সরঞ্জাম তুলে দিল সমগ্র শিক্ষামিশন।

Leave a Reply