জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির jyma club সংলগ্ন করলা নদীরধারে সরকারের তৈরী বেশ কয়েকটি বিশ্রামাগার তৈরী করে দেএয়া হয়েছিল। কিন্তু সেই জায়গার রাস্তা থেকে বসার সিমেন্টের চেয়ার সরিয়ে ভেঙে রাস্তার একেবারে মাঝখানে রেখে চলে যায় দুষ্কৃতির দল।এই বিষয়ে সকালে যে সমস্ত মানুষ ঐপথ দিয়ে চলাচল করেন তাদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে রাতে যেকোন ধরনের বাইক বা সাইকেল আরোহী পড়ে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারে। বিষয়টি পুলিশের দৃষ্টি আকর্ষন করেন তারা।
নেশার তান্ডবে অমানবিক দৃশ্য জলপাইগুড়ি তে। রাস্তার মাঝখানে দুষ্কৃতি ফেলে দিয়েগেলো বসার সিমেন্টের চেয়ার।

Leave a Reply