মনিরুল হক, কোচবিহার: রাজনগর কোচবিহারে পুজোর কটা দিন খাগড়াবাড়ি নাট প্রসঙ্গের পূজো মন্ডপে গেলেই দেখা মিলবে এক টুকরো সিন্ধু সভ্যতাকে। বলা ভালো হরপ্পা ও মহেঞ্জোদারো নাগরিক সভ্যতার নানা ধ্বংসাবশেষ চিত্রকে। প্রস্তরখণ্ডে খোদিত সিন্ধু লিপি, মাথা নাড়াতে পারে এমন পুতুল, গৃহস্থলীর নানা সরঞ্জাম, খিস্টের জন্মের ৩০০ বছর আগেকার মানুষের ব্যবহৃত নানান সামগ্রী, সে সময়কার নগর জীবনের ধসে যাওয়ার বাড়ি,কূপ- স্নানাগার আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেই যাবে ইতিহাসের কাছাকাছি।
ইতিহাসের স্বাদ দিতেই ৭৩ তম বর্ষে কোচবিহার খাগড়াবাড়ি সার্বজনীন নাট্য সংঘ দুর্গোৎসব কমিটির এবারের পূজোর থিম “নান্দনিকতায় সিন্ধু সভ্যতা”। প্রত্যেক বছরের মতো কোচবিহারের খাগড়াবাড়ি নাট্য সংঘ ক্লাব তাদের থিম পূজায় দর্শকদের আকৃষ্ট করে। প্রত্যেক বছরই তারা নতুন নতুন উপহার দিয়ে আসছে কোচবিহারবাসিকে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তাদের সমস্ত প্যান্ডেল তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে। তাতে রয়েছে মাটি, কাঠ, চট ইত্যাদি উপাদান। প্যান্ডেলে গেলে লক্ষ্য করা যায় কোথাও বা মাটি পুড়িয়ে কাজ চলছে কোথাও আবার সিন্ধু সভ্যতার মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পীরা। কোথাও আবার লিপি তৈরিতে ব্যস্ত শিল্পীরা।
এবিষয়ে কোচবিহারের খাগড়াবাড়ি নাট্য সংঘ ক্লাবের পুজো কমিটির সম্পাদক জহর রায় জানান,
Leave a Reply