নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- কুড়মি সম্প্রদায়কে এস টি তালিকাভুক্ত করার দাবিতে গত মঙ্গলবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার খেমাশুলিতে রেল ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে আদিবাসী জনজাতি কুড়মি সমাজ।ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়ক ও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজ ।শুক্রবার নতুন করে ঝাড়গ্রাম ব্লকের গাড়রো, লবকুশ ,বেলতলা এলাকায় বাঁশ এর ব্যারিকেট করে রাস্তা ঘেরাও করে অবরোধ শুরু করেছে কুড়মি সমাজ এর প্রতিনিধিরা। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধোবাসোল এলাকায় রাস্তার উপর বাঁশ দিয়ে বেরিকেট করে কুড়মি সমাজের সমর্থকেরা পথ অবরোধ শুরু করেছে। শুক্রবার নতুন করে চার জায়গায় পথঅবরোধ শুরু হয়েছে। ধীরে ধীরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কুড়মিদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।যার ফলে মানুষ চরম বিপাকে পড়তে চলেছেন।তার জন্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপূজার কয়েকদিন আগে এই পথ অবরোধের ফলে ঝাড়গ্রাম এর ব্যবসা বাণিজ্যর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তবে অবরোধ কর্মসূচি এখনো প্রত্যাহার না করায় চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। যেভাবে নতুন নতুন করে বিভিন্ন এলাকায় পথ শুরু হয়েছে তাতে ঝাড়গ্রাম জেলার জনজীবন একেবারে স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঝাড়গ্রাম জেলায় নতুন করে চার জায়গায় কুড়মিদের আন্দোলন ছড়িয়ে পড়ল।

Leave a Reply