আবদুল হাই, বাঁকুড়াঃ ২০১২ সাল থেকে নির্মল বিদ্যালয় পালিত হয়ে আসছে।এবার বিদ্যালয় গুলোতে এক পক্ষকাল ধরে পালন করা শুরু হয়েছে। নতুন নাম নির্মল বিদ্যালয় পাক্ষিক। এদিন বাঁকুড়া জেলার সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীরা নিজ নিজ কক্ষ ঝাঁটা হাতে নিয়ে পরিস্কার করতে দেখা যায়। এমনকি শিক্ষকদের হাত ঝাঁটা নিয়ে পরিস্কার করতে দেখা যায়। বিশেষ করে আজ ষষ্ঠ ও পঞ্চম শ্রেণীর ছাত্রদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা যায়। শ্রেণী কক্ষ গুলো পরিস্কার হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পরিদর্শন করেন। পরিস্কার – পরিচ্ছন্নতার মান উন্নয়নে পঞ্চম শ্রেণী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। আজকের এই প্রতিযোগিতামূলক বিদ্যালয়কে নির্মল রাখার যে প্রচেষ্টা তাতে পঞ্চম শ্রেণীর ছাত্ররা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় আনন্দে নেচে উঠল সেই চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়।
নির্মল পাক্ষিক বিদ্যালয় এর লক্ষ্যে ঝাঁটা হাতে শিক্ষক ও ছাত্ররা।

Leave a Reply