নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পুলিশের ব্যারিকেড ভেঙেই সভাস্থলে পৌঁছলেন মোঃ সেলিম। জলপাইগুড়িতে বামফ্রন্টের জেলা পরিষদ অভিযানকে ঘিরে জনজোয়ার।
দীর্ঘ কয়েক বছর পর জলপাইগুড়ি শহরের বুক কাঁপিয়ে মিছিল করে পুলিশের সমস্ত ব্যারিকেড ভেঙে জেলা পরিষদ অভিযানকে সফল করে নিলো বামফ্রন্ট।
শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিপিএম নেতা মোঃ সেলিমের নেতৃত্বে শহরের নেতাজি পাড়া থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়।
মিছিলের পুরভাগে ছিলেন মোঃ সেলিম।
চুরি, দুর্নীতির সহ রাজ্য জুড়ে চলা নৈরাজের রাজত্ব এর অবসান করার দাবিতে জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিলো বামফ্রন্ট।
এদিনের এই উপলক্ষে আয়োজিত সমাবেসে বক্তব্য রাখতে গিয়ে মোঃ সেলিম বলেন, রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে সাধারণ জনতার নাভিশ্বাস উঠছে, এর থেকে মুক্তি পেতে হলে একমাত্র পথ গণ আন্দোলন।
Leave a Reply