সুদীপ সেন, বাঁকুড়া:- উত্তর বাঁকুড়ার সম্পদ বিহারী নাথ পাহাড়। এর প্রাচীনত্ব, ঐতিহাসিক পটভূমি, পর্যটন কেন্দ্রের ইতিহাস বহু দেশ ,বিদেশের মানুষকে আকর্ষণ করে।
বিহারী নাথ যাওয়ার( ইতুড়ী দিয়ে) প্রধান রাস্তার মধ্যেই পড়ে ভরত পুর গ্রাম।
অনেক গ্রাম বাসীর মতে বিহারিনাথের যে শিব তাঁর সাথে সংযোগ রয়েছে এই ভরত পুর গ্রামের শিব লিঙ্গ টি।
এই শিব লিঙ্গ টিও বহু প্রাচীন।
এতদিন গ্রামের একটি গাছের নিচে এই শিব লিঙ্গ টি ছিল।
গ্রামের মানুষের উৎসাহে সম্প্রতি ওই গাছের সন্নিকটে একটি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়।
সেই নব নির্মিত মন্দিরের প্রতিষ্ঠা হলো শুক্র বার ভরত পুর গ্রামে গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে।
গ্রামের পঞ্চাশের ওপর কুমারী মেয়ে পায়ে হেঁটে গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দামোদর নদ থেকে জল নিয়ে আসে মন্দির প্রতিষ্ঠার জন্য।
পরে এক যজ্ঞ এবং মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়।
এই উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে নাম কীর্তন এবং নর নারায়ণ সেবা করা হয়।
Leave a Reply