নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করন, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে ‘চাক্কা জ্যামের’ ডাক দিয়েছে সিপিআই এম। শনিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে “চাক্কা জ্যাম” কর্মসূচি পালন করে সিপিআইএম।ঘটনায় সাময়িক সমস্যা দেখা দেয় যান চলাচলে। পরবর্তীতে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। স্বাভাবিক হয় যান চলাচল।
রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করন, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে ‘চাক্কা জ্যামের’ ডাক দিয়েছে সিপিআই এম।

Leave a Reply