সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শিক্ষা ও সংস্কৃতি জগতে তিলুড়ী একটি অন্যতম নাম। এখানের সংস্কৃতি অতি পুষ্ট।
রয়েছে নাটক, যাত্রা, অঙ্কন, সঙ্গীত, কবিতা, নৃত্যের প্রতিভাবান শিল্পী।
এই শিল্পীদের যাঁরা কারিগর তাঁরা যেমন গ্রামের বাইরের আছেন তেমনি আছেন গ্রামের শিক্ষক গণ ও।
বয়লাল দে, মাধব আচার্য, প্রদীপ সেন সঙ্গীত শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।
মহালয়ার সন্ধ্যায় সঙ্গীত শিক্ষক প্রদীপ সেন তাঁর ছাত্র ছাত্রী দের নিয়ে তাঁর কলাসঙ্গণ সঙ্গীতালয়ের পক্ষ থেকে একটি বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলেন।
সঙ্গীত, নৃত্য কবিতার সংমিশ্রণে এই তিন ঘন্টার অনুষ্ঠান সুচারু রূপে মঞ্চ পরিচালনা করেন সঙ্গীত শিল্পী মহুয়া সরকার।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিগত সঙ্গীত পরীক্ষার মার্কশিট হাতে তুলে দেন তপন চ্যাটার্জী, অসিত চৌধুরী, বিধান ব্যানার্জী এবং সঙ্গীত শিক্ষক প্রদীপ সেন।
তবলা সঙ্গত করেন বিধান ব্যানার্জী এবং প্রদীপ সেন।
Leave a Reply