জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দেশবন্ধু নগর উত্তর পল্লীর দূর্গা পুজোর উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজী মহারাজ, জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল ,উপ পৌরপিতা সৈকত চ্যাটাজী, কাউন্সিলর সন্দীপঘোষ,তপন ব্যানাজীসহ অন্যান্য রা।এইদিন প্রদীপ ও ফিতা কেটে এই পুজোর উদ্বোধন হয়।তাদের এইবারের পঞ্চাশতম বছরে বিশেষ থিম সূর্য মন্দির। প্রতিমা কুমোরটুলির।উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বাসিন্দারা জোট বেঁধে এইপুজোর আনন্দ উপভোগ করছেন।
দেশবন্ধু নগর উত্তর পল্লীর দূর্গা পুজোর উদ্বোধন হলো।

Leave a Reply