রানাঘাট ১২ নম্বর ওয়ার্ডের গান্ধী পার্কে গান্ধীজিকে স্মরণ করলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। ১৮৬৯ সালে ২রা অক্টোবর জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী। আজকের দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। আজ রানাঘাট ১২ নম্বর ওয়ার্ডের গান্ধী পার্কে গান্ধীজিকে স্মরণ করলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। এদিন গান্ধীজীর স্মরণ অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন রানাঘাটের পুরপ্রধান
কোশলদেব বন্দ্যোপাধ্যায়। এরপর গান্ধীজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। পুরপ্রধান ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুর-প্রধান আনন্দ দে ও রানাঘাট পুরসভার কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে গান্ধীজি আদর্শ ও মতাদর্শ নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *