জমজমাট বাঁকুড়া জেলা দুর্গাপূজা কার্নিভাল।

সুদীপ সেন, বাঁকুড়া:- ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আমাদের প্রাণের প্রিয় উৎসব দুর্গাপুজো।
স্বভাবতই খুশির আমেজ বাঙালির মনে, প্রাণে।

সারা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুপ্রেরণায় শুরু হয়েছে দুর্গাপুজো কার্নিভাল।

শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো কার্নিভাল ২০২২.

জেলার কুড়ির ওপর দুর্গা প্রতিমা শোভাযাত্রা সহকারে নৃত্যের তালে তালে এই কার্নিভালে অংশগ্রহণ করে।

এর সাথে মূল মঞ্চে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাজার হাজার উৎসাহী মানুষ জন একসাথে জেলার সমস্ত প্রতিমা দর্শন করে আপ্লুত।

এই কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি,জেলা শাসক কে, রাধিকা আইয়ার,জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, ডিজি স্যার,, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, বিধায়ক অরূপ চক্রবর্ত্তী ও অন্যান্য রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *