অঙ্গনাওয়াড়ী কেন্দ্রে খাওয়ারে পোকা,তাই নিয়ে শনিবার দুপুরে ICDSকেন্দ্রে এসে দিদিমনি কে আটকে রেখে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অঙ্গনাওয়াড়ী কেন্দ্রে খাওয়ারে পোকা,তাই নিয়ে শনিবার দুপুরে ICDSকেন্দ্রে এসে দিদিমনি কে আটকে রেখে ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা।।ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরা২নংম্বর অঞ্চলের কুশগেড়িয়া গ্ৰামে।।অভিভাবকদের অভিযোগ আজ সকালে বাচ্চাদের দেওয়া খাবার বাড়িতে নিয়ে গিয়ে যখন দুপুরে বাচ্চাকে খাওয়ানোর জন্য বের করা হয় তখন খাওয়ারের উপর দেখা যায় পোকা কিলবিল।আর তার পরেই এক অভিভাবক বেশ কিছু খাওয়ার নিয়ে যাওয়া অভিভাবকের বাড়ি গিয়েও দেখেন একোই ছবি আর তারপরেই,, অভিভাবকরা জোড়ো হোন ওই ICDS সেন্টারের,,ডেকে পাঠানো হয় দিদিমনিকে।।দিদিমনি কে আটকে রেখে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা,, পাশাপাশি ICDSসেন্টারে পৌঁছে উঠে আসে আর এক চাঞ্চল্যকর তথ্য সরকার থেকে দেওয়া সোয়াবিনের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেছে,,প্রায় ২মাস পেরিয়ে যাওয়া সোয়াবিনের প্যাকাট কেটে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের এরপরোও আরোও উত্তক্ত হয় পরিস্থিতি ঘটনাস্থলে উপস্থিত হয় কেশিয়াড়ী পুলিশ,, পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।তবে অভিভাবকদের অভিযোগ বচ্চারা খাওয়ার খেয়ে যদি অসুস্থ হয় তার দায় কে নিবে,, পাশাপাশি তারা দাবি তোলেন অবিলম্বে দিদিমনি কে বহিষ্কার করা হোক।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *