জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দূর্গা পুজো শেষ হতেই শুরু কালিপুজোর জন্য মূর্তি তৈরীর কাজ।এখন দিন রাত চলছে সেই প্রতিমা তৈরীর কাজ। ব্যাস্ত মৃৎশিল্পীরা।রোদ বৃষ্টির খেলাকে উপেক্ষা করে জলপাইগুড়ি পালপাড়ায় চলছে এখন খালি প্রতিমা তৈরীর কাজ।প্রতিমা তৈরীর সরঞ্জামের দাম অনেক টাই বাড়েছে। তবু ও সব বাধাকে অতিক্রম করতে চলছে মৃৎশিল্পীদের ঘরে কালি প্রতিমার কাজ।
দুর্গা পুজোর পর কালি পুজোতেও রোজগার ভালোই হবে, সেই আশাতে চলছে প্রতিমা তৈরী – জানালেন মৃৎশিল্পীরা।

Leave a Reply