পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কালীপুজোর আগে বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা পুলিশের, অভিযান চালিয়ে প্রায় ২০০০ কেজি শব্দবাজি উদ্ধার পুলিশের, প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে পাঁশকুড়াতে বাজি বিস্ফোরণ কান্ডের ঘটনা ঘটে,এতে মৃত্যু হয় এক মহিলা সহ এক কিশোরের, এরপরেই নড়ে চড়ে বসে জেলা পুলিশ,জেলা পুলিশের নির্দেশে একাধিক জায়গায় চলছে অভিযান,
পাঁশকুড়া থানা এলাকার একাধিক জায়গায় পর পর তল্লাশি চালিয়ে প্রায় ২০০০ কেজি শব্দ বাজি ও বাজি তৈরীর মসলা উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ। বুধবার পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার জানান উদ্ধার হওয়া শব্দ বাজির বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা। পাঁশকুড়া থানার পুলিশ স্বত:প্রণোদিত ধারায় মামলা রুজু করা হয়, পাশাপাশি গ্রেফতার করা হয় তিনজনকে, আগামী দিনে ও এই অভিযান চলবে বলে জানা যায় পুলিশ সূত্রে।
কালী পূজার আগে বড়সড় সাফল্য পাঁশকুড়া থানার পুলিশের,অভিযান চালিয়ে ২০০০ কেজি শব্দবাজি উদ্ধার, গ্রেফতার তিন।

Leave a Reply