জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের পাশের শহর শিলুগুড়ি ।মূলত এই শিলুগুড়ির শিল্পীরা জলপাইগুড়ি তে এসে বিভিন্ন পুজো মন্ডপ গুলোর কাজ করছেন। । তাই শিলুগুড়ির শিল্পীরা সুন্দর সুন্দর থিমের পুজোর কারুকার্যের উপহার দিতে চলেছে জলপাইগুড়ি বাসীকে। বাঁশের কাজ থেকে হাতের র়ং তুলির কাজ সবটাই তারা করছেন ।মা দেখেই অবাক হবেন জলপাইগুড়ি বাসী।এমনটাই মনে করছেন তারা
লোকাল শিল্পী দের হাতের কাজে বাড়ছে কদর, জলপাইগুড়ি বেশিভাগ শ্যামা পুজোর মন্ডপ তৈরী করছে মূলত তারাই।

Leave a Reply