নবদ্বীপের শ্রীকৃষ্ণপুর এলাকায় মাটি মাফিয়াদের দৌরত্ব চরমে, ভূমি দপ্তরের আধিকারিকেরা।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা : নবদ্বীপের শ্রীকৃষ্ণপুর এলাকায় মাটি মাফিয়াদের দৌরত্ব চরমে।অভিযোগ,ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার চাষের জমি দখল করে ঐ এলাকারই ইট ভাটার মালিক সহ একাধিক ব্যাক্তি বালি বিক্রি করে দিচ্ছে দিনে দুপুরে এমনটাই অভিযোগ স্থানীয় চাষীদের ।এলাকার চাষীরা জানান,বিভিন্ন সময় অভিযোগ জানালে নবদ্বীপ থানার পুলিশ বিনা দোষে তুলে নিয়ে গিয়ে আটকে রাখছে । ভয়ে তাদের চাষের জমি শেষ সম্বল টুকুও বাঁচাতে পারছেননা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভূমি দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শন করতে আসা আধিকারিকেরা গ্রামবাসীদের আশ্বাস দেন এই ঘটনার তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।তবে সুত্রের খবর, শাসক দল ঘনিষ্ট হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়না বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। তবে কার মদতে বা কার পৃষ্ঠপোষকতায় এত সক্রিয় মাটি মাফিয়ারা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *