জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছটা পুজোতে বাড়তি সতর্কতা। দূর্গা পুজোতে কয়েক জনের মাল নদীতে হরকা বানে মৃত্যুর জন্য জেলা প্রশাসন এখন তৎপর। শহরের সাথে বিভিন্ন ব্লকে জন প্রতিনিধি রা সহ বিডিও সহ অন্যান্য আধিকারিক সদর ব্লকের কয়েকটি ঘাট পরিদর্শন করেছেন।সাথে ছিলেন জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ ,জেলা পরিষদের সদস্য গীতা রাজ ব়ংশী।এইদিন ইঞ্জিনিয়ারিং কলেজে,,ইন্দিরা কলোনী ,মাষকালাই বাড়ি করলা নদীর ঘাট ইত্যাদি ছটঘাটগুলো পরিদর্শন করা হয়।বাড়তি সতর্কতা হিসেবে থাকছে নৌকা ,বোর্ড, পযাপ্ত আলো , সিভিল ডিফেন্স ।নদীতে সব সময়ে থাকবে নজরদারী।
শহরের সাথে বিভিন্ন ব্লকে জন প্রতিনিধি রা সহ বিডিও অন্যান্য আধিকারিক সদর ব্লকের কয়েকটি ছট ঘাট পরিদর্শন করেছেন।

Leave a Reply