নিজস্ব সংবাদদাতা, মালদা:– ছট পুজো উপলক্ষে যাতে ভক্তেরা সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারেন, তারজন্য ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার মহানন্দা ঘাটগুলির তদারকি চালালো জেলা পুলিশ , প্রশাসন ও পুরসভা কর্তৃপক্ষ। রবিবার দুপুরে স্পিড বোর্ডে করে মহানন্দার বিভিন্ন নদীর ঘাটগুলি পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন মহানন্দা নদীর ঘাট থেকে একটানা পুরাতন মালদার নিমাসরাই ঘাট পর্যন্ত স্পিডবোটে তদারকি চালান জেলা পুলিশ , প্রশাসন এবং পুরসভা কর্তৃপক্ষ। ছট পুজোতে কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশের যন্ত্র চালিত নৌ-যান এছাড়াও থাকছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা।
মালদা শহরের মিশন ঘাট সহ একাধিক মহানন্দা নদীর ঘাট গুলিতে পাড় সংস্কার করা হয়েছে পুরসভার পক্ষ থেকে । প্রতিটি নদীর ঘাটের চুলচেরা পরিস্থিতি তদন্ত করে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। যেভাবে নদীর ঘাটগুলি ছট পুজার জন্য সাজানো হয়েছে , তা নিয়ে পুরসভার কাজের প্রশংসা করেছেন জেলা প্রশাসনের কর্তারা।
ছট পুজো উপলক্ষে যাতে ভক্তেরা সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারেন, তারজন্য ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার মহানন্দা ঘাটগুলির তদারকি চালালো জেলা পুলিশ।

Leave a Reply