নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কড়া পুলিশি নিরাপত্তা ও নিষ্ঠার সাথে সম্পূর্ন হল ছট উৎসব। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাটের তাল পুকুরে ঘটে এবার ছট পুজোর আয়জন করা হয়। ছট পুজোর ঘিরে সাজিয়ে তোলা হয় গোটা পুকুর ও রাস্তা। রবিবার বিকাল থেকেই ছট ব্রতিরা পুজোয় সামিল হন। আর এই পুজো দেখতে ভিড় জমান ওই এলাকার বাসিন্দারা। এদিন আবার ভোর রাত থেকে শুরু হয় ছট পুজো। তবে এদিন ছট পুজো নিয়ে পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট।
কড়া পুলিশি নিরাপত্তা ও নিষ্ঠার সাথে সম্পূর্ন হল ছট উৎসব।

Leave a Reply