পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিন দিন বাড়ছে পথদূঘটনা। তার মূল কারন বেপরোয়া ভাবে গাড়ি চালানো। হেলমেট বিহিন ও সিটবেল না পরে গাড়ি চালানো। প্রায় প্রতিনিয়তই সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন। সোমবার বিকেলে পাঁশকুড়া থানার অন্তর্গত মেচোগ্রাম মোড়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হয়। প্রথমে হেলমেট হীন বাইক আরোহীদের সচেতনতা বার্তা দেওয়া হয় তারপর তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং তারা যেন হেলমেট পরে বাইক চালায় সেই বার্তাও দেওয়া হয়। একটি সচেতনা মূলক বাইক র্যালি করা হয় ট্রাফিকের পক্ষ থেকে। এরপর মঞ্চ থেকে সচেতনতা বার্তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ডিএসপি পবিত্র বারিক, কোলাঘাটের টি আই এবং তমলুকের সি আই পরিমল সাহা, পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার, পাঁশকুড়ার ট্রাফিক ওসি সুশান্ত চিনি, সহ পাঁশকুড়া থানা ও ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ার।
পাঁশকুড়া থানার অন্তর্গত মেচোগ্রাম মোড়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত হয়।

Leave a Reply