কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে কোন না কোন পুজো হয়েই থাকে। কালী পুজোর পর থেকে শুরু হয়েছে রাসমেলার প্রস্তুতি। তার মাঝেই আজ থেকে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। কোচবিহার রাজ পরিবারের সূচনা করা এই জগদ্ধাত্রী পুজো প্রতিবছরই প্রথা মেনে করা হয়। মদনমোহন মন্দির প্রাঙ্গণে থাকা কাঠামিয়া মন্দিরে এই পুজো হয়। পুজোর আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় দেবীর অধিবাস করা হয়। মদনমোহন মন্দিরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমী,এই তিনদিন ভিন্নভিন্ন বলির প্রচলন আছে।
মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রীপুজোর সময় কোচবিহারের দেবীবাড়িতে থাকা বড়দেবীর মন্দিরে বামাপুজো হয়। ঘট বসিয়েই এই পুজো করা হয়। মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী পুজোর দিন অষ্টমীর পুজো শুরু হওয়ার পর দেবীবাড়িতে বড়দেবীর মন্দিরে বামাপুজো শুরু হয়। সেখানে মহাস্নান, বিশেষ পুজো, পুজো শেষে ভোগ নিবেদন করা হয়। এখানেও যজ্ঞ ও বলির প্রচলন রয়েছে। নবমীতে ব্রাহ্মণ ও কুমারী ভোজনের আয়োজন করা হয়।












Leave a Reply