নদীয়ার শান্তিপুর কলেজ মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর যখম যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-শান্তিপুর কলেজের মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায়, গুরুতর জখম হয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীতে স্থানান্তরকরণের সিদ্ধান্ত নিলো চিকিৎসক।
জানা যায় শান্তিপুর শহরের দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকা পড়ার বাসিন্দ স্বপন দেবনাথের একমাত্র ছেলে সৌরভ দেবনাথ আনুমানিক ২২ বছর বয়স, কাপড় তৈরীর উন্নত রেপিয়ার মেশিনের কারখানায় কাজ করে সে, আজ কলেজের মোড় হয়ে সেই কারখানায় যাচ্ছিলো সে। কলেজের মোড়ে একটি লরির সাথে এই দুর্ঘটনা ঘটে বলেই অনুমান করছেন এলাকাবাসী, তবে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। পথ চলতি এক যুবক তাকে শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মাথার একটি অংশে এবং মুখের চোয়ালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ, দুর্ঘটনা সম্পর্কিত ঘটনা খতিয়ে দেখছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *