৫৩ বছরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে জমজমাট জলপাইগুড়ির গোমস্তাপাড়া এলাকা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ৫৩ বছরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে জমজমাট জলপাইগুড়ির গোমস্তাপাড়া এলাকা। গোটা এলাকায় রীতিমতো উৎসবের রূপ নিয়েছে। দুর্গাপুজো ও কালীপুজো শেষ হওয়ার পরেও যেন ফের নতুন করে দুর্গা পুজোয় মেতে উঠেছেন এই এলাকার বাসিন্দা‌রা।
জলপাইগুড়ি শহরের প্রাচীনতম পুজো এটি। শহরের মোট দুটো জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। একটি জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরে। অন্যটি গোমস্তাপাড়া এলাকায়।জলপাইগুড়ির গোমস্তাপাড়া এলাকায় এবার ৫৩ তম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোর বর্তমান উদ‍্যোক্তা স্থানীয় বাসিন্দা কৃষ্ণ পাল। যদিও এই পুজোতে অংশ নেন শহরের বিভিন্ন এলাকার মানুষ। বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। প্রতি বছরই অন্তত নিয়ম নিষ্ঠার সাথে পুজো হয় এখানে। কৃষ্ণ পাল নিজেই প্রতিমা বানিয়ে এই পুজোর আয়োজন করেন। কৃষ্ণ পাল জানান, একসময় বাংলাদেশে এই পুজো শুরু হয়েছিল। সেখানেও তাঁর পূর্বপুরুষরা বেশ ঘটা করে পুজো‌র আয়োজন করতেন। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জলপাইগুড়িতে চলে আসেন তাঁরা। তারপর থেকে গত ৫৩ বছর ধরে এই পুজো জলপাইগুড়ি‌র গোমস্তাপাড়াতেই বেশ ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে। শহরের প্রাচীনতম এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে মানুষের মধ্যে ব‍্যাপক উন্মাদনা রয়েছে। জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ি মন্দিরের পুজো এবার সপ্তম বর্ষে পড়েছে। এখানে‌ও অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো‌র আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ অংশগ্রহণ করেন এই পুজো অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *