জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আগামী ৫ও ৬ নভেম্বর 18তম জেলা সম্বেলন উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হলো শুক্রবার।ডিবিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিল টি শুরু হয়ে ফের দপ্তরে শেষ হয়। আগামী কাল বেলাকোবার বট তলা বিদ্যালয়ের মাঠে এইসম্বেলনটি অনুষ্ঠিত হবে।সেই উপলক্ষেই আজকের এই মিছিল।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আগামী ৫ও ৬ নভেম্বর 18তম জেলা সম্বেলন উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হলো।

Leave a Reply