জপ ধ্যান প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ হলো জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জপ ধ্যান প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ হলো জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের।মোট চারজনকে বিশেষ পুরস্কার ছাড়া সকল অ়ংশ নেবা ভক্তদের ও দেবা হলো শান্তনা পুরুস্কার।অভিনবত্বের হাত ধরে ক্রমবর্ধমান এগিয়ে চলা ভারত সেবাশ্রম সঙঘ জলপাইগুড়ি শাখায় কয়েক ধাপে জপ/ধ‍্যান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল শনিবার। আজ অন্তিম লগ্নে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবা হয়েছিল সঙঘের সহ সভাপতি স্বামী বিশ্বপ্রেমানন্দজী মহারাজ। মোট৪২জন ভক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।এই ধরনের প্রতিযোগিতা এইবার প্রথম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *