উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন দফতরের চেয়ারম্যান রঞ্জিত সরকার।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার অল ইন্ডিয়া মতুয়া নমঃশুদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই ডাক দেন তিনি। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নাথুয়ার চর বিএফপি স্কুলের মাঠে সংগঠনের জেলা
সম্মেলন অনুুুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত সরকার বলেন, “উত্তরবঙ্গকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে।” সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী বুলুচিক বড়াইক, তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ, তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস,স্বপন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *