নিজস্ব সংবাদদাতা, মালদা:– কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রজনীয় বিভিন্ন জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সিপিআইএম ও কংগ্রেসের দ্বারা রাজ্য সরকারের বিভিন্ন বিভ্রান্তকর মন্তব্য প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃনমূল কংগ্রেসের পথে নেমে প্রতিবাদ মিছিল করে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার বামনগোলা ব্লকেও ছয়টি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে ব্যানার প্লেকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এদিন পাকুয়াহাট অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট অঞ্চল থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় বাসস্ট্যান্ডে। এই প্রতিবাদ মিছিলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল করেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রজনীয় বিভিন্ন জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল।

Leave a Reply