বিক্ষোভে শামিল আইএমটিটিইউসির অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলা তৃণমূল আইটিটিউসির সভাপতি হিসাবে সৈয়দ মোহাম্মদ সেলিমের নাম ঘোষণার পর থেকেই যেন শ্রমিক সংগঠন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর থামছে না। এরই মধ্যে নবনিযুক্ত সভাপতি বর্ধমান স্টেশন প্রাঙ্গনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। তারপরই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি ইফতিকার আহমেদ। গতকাল আমরা আমাদের নিউজ চ্যানেল দেখিয়েছিলাম রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নেতা মুক্তার মিয়া সংবাদমাধ্যমের সামনে বসে আইএনটিটিইউসি প্রাক্তন সভাপতি ইফতিকার আহমেদকে আক্রমণ করেছিলেন তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন ।

বিক্ষোভের শামিল শ্রমিকরা বলেছিলেন, সেলিম সাহেব কে সিদ্ধান্ত নিতে হবে তিনি তোলাবাজ ইনসান আলী ও শেখ নওশাদ কে নিয়ে কাজ করবেন নাকি শ্রমিকদের নিয়ে কাজ করবেন।কিন্তু আবার এক অন্য চিত্র দেখা গেল বর্ধমান স্টেশন চত্বরে।যেখানে দেখ গেল আইএমটিটিইউসির অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন অর্থাৎ তৃণমূল কংগ্রেসটি অন্য শ্রমিক সংগঠন বিক্ষোভে শামিল হয়েছে। সঞ্জয় বিশ্বাস বলে এক হকার বলেন, যারা ইনসানদার নামে এই সব মিথ্যা অপপ্রচার করছে তাদের বলি ইনসান দা এক টাকাও কোন হকারের কাছ থেকে নেন না। ইনসান দা আছে বলে আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি আমাদের কোন তোলা দিতে হয় না।যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল শ্রমিক সংগঠনের নেতা ইনসান বলেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমি কেমন মানুষ।আমি প্রত্যেক জনকেই সম্মান দিয়ে চলি। যারা বলছে আমি তোলাবাজি করি তারা হয়তো জানে না ৬ তারিখে সৈয়দ মোহাম্মদ সেলিমের সভাতে প্রচুর সংখ্যক হকার যোগদান করেছিল। তাহলে এখন বলাই চলে বর্ধমান শহরে সৈয়দ মোহাম্মদ সেলিম ভার্সেস ইফতিকার আহমেদ,এই দুই তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার গোষ্ঠীদ্বন্দ্বে বেশ সরগরম বর্ধমান স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *