বেসরকারী কারখানার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা: –মানুষকে স্বাস্থ্য সচেতন, রোগ নির্ণয় , নিরাময়ে বিনামূল্যে ওষুধ প্রদান করতে সরকারী বেসরকারী ভাবে নানা উদ্যোগ গৃহীত হচ্ছে।এদিন সাঁতুড়ী থানার সাকাম্ভরী গ্রুপের (ইউনিট টু) পোড়াডিহা অবস্থিত এস,পি,এস রোলিং মিলের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান করা হয়। সংস্থার তরফে জানান হয় এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে কিছুদিন পূর্বে এলাকার যুবকদের খেলাধূলায় উৎসাহিত করতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন পোড়াডিহা মাঠে চিকিৎসা শিবিরে স্ত্রী, স্নায়ু, দন্ত, চক্ষু বিভাগের চিকিৎসা করা হয়। চিকিৎসার পর ওষুধ দেওয়া হয়। শিবিরে স্থানীয় পছন্দপুর, পোড়াডিহা, বেলঝুপা, মনঝুপড়া,চাঁন্দুরডি গ্রামের মানুষকে শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর পুলিশ আধিকারিক অজয় দেবগন, সি আই সুজিত পতি, সাঁতুড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিশ্বজিত ব্যানার্জি, সংস্থার এইচ ডি মৃত্যুঞ্জয় ব্যানার্জি। মৃত্যুঞ্জয় বাবু জানান এলাকা উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এলাকার মানুষ সবল সুস্থ ভাবে জীবন যাপন করতে পারে তার জন্য সংস্থা সদা সচেষ্ট।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *