তৃণমূল যখন ক্ষমতায় আসেনি বিজেপি তখন এ রাজ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ,সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বললেন সুজন চক্রবর্তী।

0
283

আবদুল হাই, বাঁকুড়াঃ তৃণমৃল যখন ক্ষমতায় আসেনি বিজেপি তখন এরাজ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি’, বললেন সিপিআইএমের সুজন চক্রবর্ত্তী। শুক্রবার সারেঙ্গা মিশন ময়দানে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দশম ত্রিবার্ষিক সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। একই সঙ্গে তৃণমূল যখন ছিলনা তখন ‘গ্রামে গঞ্জে লুঠের রাজত্ব ছিলনা’ বলেও তিনি দাবি করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দিল্লী নয়, ওনার ভাগাড়েই যাওয়া উচিৎ’। একই সঙ্গে কালো টাকা সাদা করতে লটারীকেও ব্যবহার করেছেন বলে তিনি দাবি করেন।