পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিকেল চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক স্পোর্টস এন্ড কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়বেতা স্টেডিয়ামে তিন দিনব্যাপী চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়,মূলত তার উদ্দেশ্য হল যাতে স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতা,গড়বেতা ফুটবল কোচিং সেন্টারের উন্নয়ন এবং এলাকার দুস্থ খেলোয়াড়দের সাহায্য করার উদ্দেশ্য নিয়ে এই তিন দিনব্যাপী খেলায় প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে, মূলত গড়বেতা এলাকায় যেসব ফুটবল খেলোয়াড় রয়েছে তাদের খেলার প্রতি আরো আগ্রহ এবং স্টেডিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ব্লক স্পোর্টস এন্ড কালচার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় রায়। এই দিন তিনি কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক।
গড়বেতা এক নম্বর ব্লক স্পোর্টস এন্ড কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়বেতা স্টেডিয়ামে তিন দিনব্যাপী চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply