সাংসদ কোটার ৮২ লক্ষ টাকার কাজ না হওয়া দূর্ণীতির অভিযোগ কুণাল ঘোষের, তদন্তের দাবি।

হলদিয়া, নিজস্ব সংবাদদাতা:- সাংসদ থাকাকালীন হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পরাণচক শিক্ষানিকেতনে কুণাল ঘোষ ৮২ লক্ষ টাকা সাংসদ কোটার টাকা অনুমোদন করেছিলেন ২০১৭ সালে। সেই টাকা ঠিক মতো ব্যবহার না হওয়ার অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে কাজ পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সাংসদ থাকাকালীন কুণালবাবু পূর্ব মেদিনীপুর জেলায় ৩৪ টি স্কুলে প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়েছে। অধিকাংশ স্কুলের কাজ সম্পূর্ণ হলেও হলদিয়ার পরাণচক শিক্ষানিকেতনে মাঝ পথেই কাজ আটকে রয়েছে। এত টাকা দেওয়ার পরে কেন কাজ সম্পূর্ণ হলো না তা খতিয়ে দেখতে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন কুণাল। দূর্ণীতির আঁচ পাচ্ছেন কুণালবাবু। যাতে সুন্দরভাবে স্কুলের কাজ সম্পূর্ণ তার জন্য যা যা করনীয় আইনের ব্যবস্থা গ্রহন করার দরকার তা করবেন বলে জানান কুণালবাবু।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *