নিজস্ব সংবাদদাতা, মালদা:- কার্তিক পুজো উপলক্ষে গাজোল ব্লকের ফতেপুর এলাকার সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো। এমনকি কার্তিক পুজো উপলক্ষে ফতেপুর এলাকায় বিশাল একটি মেলাও অনুষ্ঠিত হয় । গত বৃহস্পতিবার ফতেপুর ক্লাবের পরিচালনায় ২৫ তম কার্তিক পুজোর আয়োজন করা হয়। গ্রামবাংলায় হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের ভোমরা ও গুনজরিয়া গানকে এই পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট ক্লাবের পুজো কমিটির কোষাধ্যক্ষ রবীন্দ্র নাথ সরকার জানিয়েছেন, এই কার্তিক পুজো উপলক্ষে দুই দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণও করা হয়েছে।
কার্তিক পুজো উপলক্ষে গাজোল ব্লকের ফতেপুর এলাকার সার্বজনীন পুজো কমিটির উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো।

Leave a Reply