নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচল থানার মালাহার রেল স্টেশনের ধারে।স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকালে স্থানীয়রা রেল লাইনের ধারে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখে খবর দেয় চাঁচল থানার পুলিশকে।চাঁচল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে মৃত ব্যক্তির কাছ থেকে কোনো
সচিত্র পরিচয় পত্র পাওয়া যায়নি।পুলিশ তার পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।মোবাইল ফোনের মারফতে পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার প্রক্রিয়া শুরু করেছে।কিভাবে ঘটলো এই ঘটনা।চাঁচল থানার পুলিশ তা তদন্ত শুরু করেছে।
রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

Leave a Reply